৪. কে তুমি?

কে তুমি?

এস. এম. সোহাগ

ভেঙ্গে চুড়মার করেছো এ মন-

এক পলকের দেখায়,

সেদিনের পর কত খোঁজা-খুজী-

জানিনা হাড়িয়েছো কোথায়!

কে তুমি?

না’জানি নাম, না’জানি ধাম-

না’জানি কোথায় তোমার বাস,

করি আসফাস, রুগ্ধ করে শ্বাস-

ভাবি তুমি কল্পনার ত্রাশ।

কে তুমি?

দুটি কলো চোখে এত যাদু থাকে-

ভাবিনিতো আগে কোন দিন,

জনম জনম ধরে, ঐ দু চোখের তরে-

হয়ে আছি যানি কত ঋণ।

তে তুমি?

তোমার লাল ঠোটে, হাশি যদি ফোটে-

যেন চারটি গোলাপের পাতা,

ফাঁক থেকে তার, একটু আধার-

যেন দু সাড়ি মনি মুক্ত গাঁথা।

খুঁজে ফিরি তাই, যেথা সেথা যাই-

খুঁজে পেলে ছাড়বোনা আর,

না পেলে জীবন মেনে নেবে হার-

তবু আমি পারবোনা মানতে এ হার।

কে তুমি?

এখানে আপনার মন্তব্য রেখে যান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.